রাজধানীর ধানমন্ডি শুক্রাবাদে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ নিপা আক্তার (৩০) হাসপাতলে মারা গেছেন। এর আগে একই ঘটনায় তার স্বামী মোহাম্মদ টোটন (৩৫) মারা যান। এ ছাড়া তাদের ৩ বছরের ছেলে দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (২ অক্টোবর) দিবাগত দেড়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই ঘটনায় দগ্ধ তিনজন আমাদের এখানে এসেছিল। এদের মধ্যে মধ্যরাতে নিপা নামে আরও একজন আইসিইউতে মারা যান। তাঁর শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে গত মঙ্গলবার (১ অক্টোবর) তার স্বামী টোটন ৫০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান। বর্তমানে তাদের ছেলে শিশু বায়জিদ ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলেন, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক।
গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ২৭ নম্বর শুক্রাবাদে বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে টোটন, তার স্ত্রী নিপা ও তাদের ছেলে বায়জিদ দগ্ধ হয়