ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীতে ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১২:০৭ এএম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের নবম তলা ভবনের ছাদ থেকে পড়ে সনাতন কুমার দাস (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বুধবার(১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সনাতন কুমার হাজারীবাগের বাসিন্দা । তিনি মৃত সুরেশ চন্দ্র দাসের ছেলে। 

নিহতের ছেলে রজত চন্দ্র দাস জানান, আজ সন্ধ্যার পর বাবা আমাদের বাসায় নবম তলার ছাদে পায়চারি করছিলেন। হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।