রাজধানীর মিরপুরে পরকীয়ার প্রেমিকের হাতে নাজমুল হাসান পাপ্পু ও দোলা আক্তার দোলা নামের এক দম্পতি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৮ মে) দুপুর ২টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ১ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার গাউস মিয়া নামের একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান।
নিহত দোলা আক্তার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং তার স্বামী নাজমুল হাসান পাপ্পু একটি ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ (MR) হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় পুলিশ জানায়, দোলা ও নাজমুল মিরপুর ১১ নম্বরের ওই বাড়ির ৫ তলায় সাবলেট হিসেবে থাকতেন। গাউস মিয়া মিরপুর এলাকারই স্থায়ী বাসিন্দা এবং কিছুদিন আগে প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে এসেছেন। গাউস ও দোলার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।
পুলিশের ধারণা, পরকীয়াজনিত দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং গাউস মিয়াকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়।