রাজধানী ঢাকায় আবারও চালু হতে যাচ্ছে নগর পরিবহন। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ পরিকল্পিত রুটে বাস চলাচল শুরু হতে পারে। এসব পরিবহনে চড়তে ব্যবহার করা যাবে র্যাপিড পাসও।
রোববার (১০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) প্রকল্প পরিচালক ধ্রুব আলম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা ধাপে ধাপে কাজ করছি। তবে এখন আমরা ৪২টি রুটেই আবেদনের জন্য উন্মুক্ত করে দিয়েছি। বাস মালিকরাও এ বিষয়ে সাড়া দিয়েছেন। ৪০টিরও বেশি কোম্পানি থেকে প্রায় সহস্রাধিক বাসের আবেদন আমরা পেয়েছি।’
সদিচ্ছার অভাবেই আগরে প্রকল্প সফল হয়নি উল্লেখ করে ধ্রুব আলম বলেন, ‘সরকার পরিবর্তন হওয়ায় আবার নড়েচড়ে বসেছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বাস্তবসম্মত করা হচ্ছে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পকে।’
এক রুটে একটি মাত্র কোম্পানির বাস চলবে জানিয়ে তিনি আরও বলেন, ‘যেখানে সেখানে কেউ ওঠা-নামা করতে পারবে না। আমরা চেষ্টা করছি সবগুলো বাসে জিপিএস ট্র্যাকিং থাকবে। বাসের অসুস্থ প্রতিযোগিতা হবে না।’
‘আগামী ফেব্রুয়ারি-মার্চ নাগাদ আমাদের পরিকল্পিত রুটে বাস চালাতে সক্ষম হবো। এছাড়া নগর পরিবহনে নির্বিঘ্নে যাতায়াতের জন্য র্যাপিড পাসের ব্যবস্থা করা হবে। আগামী বছরের জুন থেকে র্যাপিড পাস দিয়েও ব্যবহার করা যাবে এসব বাস। পর্যায়ক্রমে বসানো হবে ক্যামেরা’, বললেন প্রকল্প পরিচালক।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন