বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে রাজধানীতে সম্ভাব্য যানজটের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ জুলাই) সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
গোলাম পরওয়ার বলেন, ‘মহান আল্লাহ তায়ালা আমাদের সুন্দর আবহাওয়া দিয়েছেন। আমরা প্রার্থনা করি, শনিবার (১৯ জুলাই) দিনটিতেও আবহাওয়া অনুকূলে থাকুক। ‘চলো চলো, ঢাকা চলো’ স্লোগানে সাড়া দিয়ে সারা দেশ থেকে মানুষ রাজধানীতে আসবে। আশা করছি, সকাল ১০টা থেকেই ঢাকায় আগমন শুরু হবে।’
সমাবেশে ‘জুলাই যোদ্ধা’ ও শহীদ পরিবারবর্গের জন্য নির্ধারিত স্থান থাকবে বলে জানান তিনি।
সমাবেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অতিথিদের সেবায় প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
এ ছাড়া পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ৩৩টি এলইডি স্ক্রিন এবং ৩০০-এর বেশি মাইকেরও ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।