স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আজ মঙ্গলবার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে আন্দোলনে উত্তাল থাকা সচিবালয়ে। এ ছাড়াও সচিবালয় ও যমুনা সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে।
সোমবার (২৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব আবদুল্যাহ আল জাবেদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সব দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়াও, সোমবার (২৬ মে) সচিবালয় ও যমুনা সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা এক নির্দেশনা জারি করে এ নিষেধাজ্ঞা করেছে ডিএমপি।
নির্দেশনায় জানানো হয়, ১০ মে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কর্তৃক জারি করা গণবিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে ডিএমপি।
উল্লেখ্য, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে আবারও বিক্ষোভ মিছিল করবে বলে সোমবার (২৬ মে) এক ঘোষণায় জানিয়েছিল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।