রাজধানীর দারুস সালামের আহমেদ নগর এলাকায় ছিনতাইকারী ও মাদকসেবী আখ্যা দিয়ে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৩১ মে) দুপুরে এই ঘটনা ঘটে। কারা এই পিটুনিতে অংশ নিয়েছিলো তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত দুইজনের নাম এবং পরিচয়ও জানা যায়নি।
এলাকাবাসীর দাবি, নিহত দুইজন এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদকসেবী। স্থানীয়দের মধ্যেই একটি গ্রুপ তাদের পিটিয়ে হত্যা করেছে।
দারুস সালাম থানার ওসি রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন