বুধবার, ২৫ জুন, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০৯:৪৮ এএম

বিমানবন্দরে লাগেজ ছুড়ে ফেলা সেই যুবক সম্পর্কে যা জানা গেল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০৯:৪৮ এএম

লাথি মারা ভিডিও’র ছবি ও যুবক।     ছবি- সংগৃহীত

লাথি মারা ভিডিও’র ছবি ও যুবক। ছবি- সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। এতে দেখা যায় এক যুবক আছাড় মেরে লাগেজ ছুড়ে ফেলে দিয়েছেন। এরপর ওই লাগেজে লাথি মারছেন। ক্রমাগত লাথি মারা ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা বলতে শুরু করেন বিমানবন্দরে প্রবাসীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের অবস্থান স্পষ্ট করেছে। বুধবার (৪ জুন) রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় বেবিচক।

এতে জানানো হয়, ৪ জুন (৩ জুন দিবাগত রাত) রাত ১টা ৩৬ মিনিটে বোর্ডিং ব্রিজ ৬-এ নিরাপত্তা রাউন্ড চলাকালে মালয়েশিয়া এয়ারলাইনসের (ফ্লাইট MH-196) এক যাত্রী মো. তুহিন আলী চিৎকার ও গালাগাল করছিলেন। এ সময় মালয়েশিয়া এয়ারলাইনসের দুই প্রতিনিধি তাকে শান্ত করতে এবং তার পাসপোর্ট ও ব্যাগ বুঝিয়ে দিতে চেষ্টা করলেও তিনি সহযোগিতা করেননি।

ওই যাত্রী তার মালামাল, পাসপোর্ট এবং অর্থ (মালয়েশিয়ান রিঙ্গিত) বোর্ডিং ব্রিজ এলাকায় ছুড়ে ফেলেন এবং নিজের মা-বাবাকে নিয়ে অশালীন মন্তব্য করতে থাকেন। এতে করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আশপাশে লোকজন জড়ো হতে থাকে। এর ফলে ওই বোর্ডিং ব্রিজে অন্য একটি ফ্লাইটের স্ক্যানিং কার্যক্রমও বিঘ্নিত হয়।

পরে মালয়েশিয়া এয়ারলাইনসের প্রতিনিধি ও নিরাপত্তা টিমের সদস্যরা ওই যাত্রীকে আগমনী ইমিগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তবে তিনি তা প্রত্যাখ্যান করে গালাগাল করতে করতে ১ নম্বর বেল্টের দিকে চলে যান। ওই সময়ে তার আচরণ ছিল অস্বাভাবিক ও অত্যন্ত আগ্রাসী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তার ভাই ও চাচার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, যাত্রী আগেও মাদকাসক্ত অবস্থায় এমন আচরণ করতেন এবং বৃষ্টির রাতে তাকে নিতে বিমানবন্দরে আসা সম্ভব নয়। পরে যাত্রী ধীরে ধীরে স্বাভাবিক হলে ভোর ৫টা ৩০ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন।

বেবিচক জানিয়েছে, ঘটনার সময় বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এবং সংশ্লিষ্ট এয়ারলাইনস প্রতিনিধিরা পেশাদারি ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন।

ঘটনাটির কিছু অংশ ভিত্তিহীনভাবে প্রচারিত হওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে বেবিচকের বিজ্ঞপ্তিতে। এ কারণে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যাতে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!