রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর পাই। ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন।
আগুন নিয়ন্ত্রণে থাকলেও মার্কেটের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভবনের অভ্যন্তর থেকে ধোঁয়া বের হওয়ায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :