ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীতে ডিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৮:৫৩ পিএম
গ্রেপ্তারকৃত ফারুক আহম্মেদ খান। ছবি- সংগৃহীত

রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ১৮ রাউন্ড অবৈধ গুলি, একটি রিভলবারের গুলির খোসা এবং একটি চোরাই টয়োটা প্রাইভেট কার উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ। 

এ সময় ঘটনাস্থল থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়ে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ফারুক আহম্মেদ খান (৬৩)। বুধবার (২৫ জুন) রাতে পল্টন থানাধীন শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২ নামের একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানা যায়, মিরপুর মডেল থানায় দায়ের করা একটি গাড়ি চুরির মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ফারুক আহম্মেদ। চোরাই গাড়ির অবস্থান শনাক্তের পর তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চোরাই টয়োটা প্রাইভেট কার, রিভলবারের ১২ রাউন্ড তাজা গুলি, .২২ বোরের ৬ রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি জানতে পারে, ফারুক আহম্মেদের হেফাজতে অবৈধ গুলি রয়েছে। পরবর্তীতে তার বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ডিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে ফারুক আহম্মেদ কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র ও গাড়ি চুরির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।