ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মেলেনি পরিচয়

মাসুদ রানা
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৩:৫১ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর সৈনিক ক্লাব রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ বলেন, ‘আমরা খবর পেয়ে বনানী থানার সৈনিক ক্লাব রেলস্টেশন এলাকার রেললাইন থেকে অজ্ঞাত ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, নিহত নারী বনানী সৈনিক ক্লাব এলাকার রেলস্টেশনের পাশের রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে কমলাপুরগামী ‘কামিনী এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই নারীর পরনে ছিল কালো বোরকা ও চেক পায়জামা।

তিনি বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের লোকজনদের জিজ্ঞেস করে আমরা নিহত ওই নারীর নাম-পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’