রাজধানীর মোহাম্মদপুরে পৃথক ঘটনায় দুজনকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) রাত আটটার দিকে আদাবর থানার নবোদয় হাউজিং ও চাঁদ উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. ইব্রাহিম ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি প্রাইভেটকারের চালক ছিলেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত অস্ত্রটি গুলিভর্তি ম্যাগজিনসহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, দুই পক্ষের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে সালিসে বসেছিল। তখন তর্কাতর্কির এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষকে গুলি করে। তখন ইব্রাহিম ঘটনাস্থলে মারা যান। তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।
অন্যদিকে, মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আল আমীন ওরফে ফর্মা পাতা আল আমীনকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান।