ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

যাত্রাবাড়ীতে ফুটপাতে পড়ে ছিল যুবকের মরদেহ

মেডিকেল প্রতিবেদক 
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৫:৪৮ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের ফুটপাত থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। 

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর ঢাকা ব্যাংকের বিপরীত পাশের ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

রোববার দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক(এসআই) মো. কাউসার হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে গত রাত ২টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর ঢাকা ব্যাংকের বিপরীত পাশের ফুটপাত থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করি। তার শরীরে পুরোনো 
একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই যুবকের নাম-পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।’