জুলাইয়ের গণঅভ্যুত্থানের বীর শহীদ মীর মুগ্ধ ও উত্তরের অন্যান্য শহীদদের স্মরণে আজ রাজধানীর উত্তরায় ‘মুগ্ধ মঞ্চ’ স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মত্যাগের স্মৃতিকে প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে এই স্মৃতিমঞ্চ নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, কোনো স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকার এই দেশে টিকতে পারবে না। এই মঞ্চ সেই প্রতিজ্ঞার প্রতীক।
এ ছাড়া উদ্বোধনী পর্বে বক্তব রাখেন ডিএনসিসি প্রশাসক মো. এজাদ এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
বক্তারা বলেন, এই মঞ্চ হবে গণতন্ত্র, স্বাধীনতা ও শহীদদের চেতনার স্থায়ী প্রতীক।
দিনব্যাপী এ কর্মসূচিতে আয়োজন করা হয় রিকশা র্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, কবিতা ও নাটকের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।
‘মুগ্ধ মঞ্চ’ শহীদদের বীরত্বগাথা ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :