সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০২:১৪ পিএম

ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০২:১৪ পিএম

গ্রেপ্তারকৃত দুই নারী সদস্য ।  ছবি- সংগৃহীত

গ্রেপ্তারকৃত দুই নারী সদস্য । ছবি- সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানাধীন একটি শপিংমলে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের সক্রিয় দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন জুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথী আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয়। রোববার (১০ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শপিংমলের ৭ম তলার লিফটের সামনে ওই দুই নারী কৌশলে এক নারীকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করে। ভুক্তভোগী চুরি বুঝতে পেরে স্বামীকে নিয়ে চিৎকার করলে নিরাপত্তা প্রহরীরা দ্রুত তাদের আটক করে। তবে তাদের সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত আরও দুই নারী ভুক্তভোগী জানান, তাদের কাছ থেকেও যথাক্রমে এক লাখ টাকা এবং ৪.৫ গ্রাম ওজনের স্বর্ণের টিকলি (মূল্য আনুমানিক ৬৪,৫০০ টাকা) ও ১০ হাজার টাকা চুরি হয়েছে।

গ্রেপ্তাররা চুরির কথা স্বীকার করে। তেজগাঁও থানা ও নারী পুলিশের সহায়তায় যুথী আক্তারের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়েছে।

ডিএমপি কর্মকর্তা জানান, যুথী আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা। তার নেতৃত্বে ঢাকাসহ সারা দেশে বিভিন্ন শপিংমল, রাস্তা ও গণপরিবহণে চুরি সংঘটিত হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!