গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে চাঁদাবাজির অভিযোগে গত ১ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী আলিশা।
তিনি দাবি করেন, ঘটনার দিন অপু ঢাকায় ছিলেন না, কিশোরগঞ্জের মিঠামইনে অবস্থান করছিলেন। তার ভাষায়, ‘অপু আগেই আঁচ করেছিল যে তাকে এ ঘটনার মধ্যে ফাঁসানো হবে।’
ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হলেও সেটি নিয়ে প্রশ্ন তোলেন আলিশা। তিনি বলেন, ‘ভিডিওতে যাকে দেখা গেছে, সে আসলে অপু নয়।’
বিএনপি নেতা ইশরাকের সঙ্গে অপুর সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপুর কী সম্পর্ক সেটা আমি জানি না। তবে তাকে ব্যবহার করে একটি দল নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছে।’ তবে তিনি কোন দলের কথা বলছেন তা স্পষ্ট করেননি।
সংবাদ সম্মেলনে আলিশা আরও অভিযোগ করেন, ‘৩১ জুলাই রাত সাড়ে ১১টার পর থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত অপুকে আটক করে স্বীকারোক্তি নেওয়া হয়। গোপীবাগে যে বাসায় এই ঘটনা ঘটে, সেটা তো ইশরাক ভাইয়ের বাসা।’
তার দাবি, অপুকে ইশরাক হোসেনের বাসার সামনেই আটক করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন ছবি ও ভিডিও ওই বাসা থেকেই ছড়ানো হয়েছে।