রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হয়েছেন আজিজুর রহমান নামের এক রিকশাচালক। রিকশা চালিয়ে একটি ফুলের তোড়া নিয়ে ৩২ নম্বরে আসেন তিনি।
শুক্রবার (১৫ আগস্ট) সোয়া ১২টার দিকে এসে বাধার মুখে পড়েন এই রিকশাচালক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
গণমাধ্যমে আজিজুর রহমান বলেন, ‘আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।’
রিকশাচালকের আনা ফুলের তোড়ায় লেখা ছিল- ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসেবে তাকে ভালোবাসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি।’
আজিজুর রহমানের বাবার নাম আতিয়ার রহমান। তার বাড়ি ঝিনাইদহ সদর থানার ঘোড়াশা ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন