কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার সময় মেরুন রঙের টি-শার্ট পরা ওই ব্যক্তিকে লাঠি হাতে এলোপাতাড়ি পেটাতে দেখা যায়। ঘটনার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার লাঠিপেটার ভিডিও ছড়িয়ে পড়ে। এই নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। অনেকে প্রশ্ন তুলেন কে এই ব্যক্তি এবং এভাবেই বা কেন তিনি এলোপাতাড়ি পেটান?
যদিও ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন। অবশেষে তার পরিচয় জানা গেলো।
তবে পল্টন থানার একটি সূত্র জানিয়েছে, মিজানুর রহমান নুরুল হক নুরকে আঘাত করেননি, বরং অন্য এক কর্মীর ওপর হামলা চালিয়েছিলেন।
এদিকে, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, মেরুন রঙের টি-শার্ট পরা ব্যক্তি যাকে পিটাচ্ছে সে নুরুল হক নুর নয়, সে ছাত্রনেতা সম্রাট।
এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর নির্বিচার লাঠিচার্জে মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের শার্ট পরা এক যুবক নুরুল হক নুরসহ কয়েকজনকে বেধড়ক মারধর করছেন। তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, ভিডিওতে যাকে মারধর করা হয়েছে, তা নুরুল হক নুর নয়, তিনি ছাত্রনেতা সম্রাট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন