রাজধানীর কামরাঙ্গীরচরের নুরেরবাগ এলাকায় নিজ বাসার ছাদ থেকে পড়ে আলী হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলী হোসেন কামরাঙ্গীরচরের নুরেরবাগ পুরাতন ফাঁড়ি গলির বাসিন্দা আব্দুল বারেকের ছেলে।
নিহতের ছেলে সাকিব জানান, ‘আমার বাবা রাজমিস্ত্রির কাজ করতেন। আজ বেলা আড়াইটার দিকে বাবা আমাদের নিজ বাড়ির দ্বিতীয় তলা ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, আমার বাবা আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।