ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

রাজধানীতে ফ্যানের সঙ্গে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১১:২৫ পিএম
ছবি -সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মারিয়া (১২) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারিয়ার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার খালশা গ্রামে। তিনি মাসুদ ইসলামের মেয়ে। চার মাস আগে তিনি নানির মাধ্যমে ধানমন্ডির ওই বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেন।

গৃহকর্ত্রী নাসরিন সুলতানা জানান, তিনি বাসায় একাই থাকেন। তার স্বামী ও মেয়ে বিদেশে। দুপুরে বাসার চালক কলিংবেল দিলেও সাড়া না পাওয়ায় তিনি নিজে বাসায় এসে দরজা খুলে দেখেন, গেস্ট রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে মারিয়া। দ্রুত তাকে নামিয়ে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, চার মাস আগে মারিয়ার নানি বকুল তাকে আমার বাসায় কাজে দেন। আমাদের ধারণা, হয়তো সে এই বাসায় কাজ করতে চাইছিল না। তাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

মারিয়ার নানি বকুল কান্নাজড়িত কণ্ঠে জানান, চার হাজার টাকা বেতনে তিনি মারিয়াকে গৃহকর্মীর কাজে দেন। দুপুরে তার কাছে খবর আসে, নাতনি গলায় ফাঁস দিয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ধানমন্ডি থানা পুলিশকে জানানো হয়েছে।