ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

হাসপাতাল থেকে চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:০৮ পিএম
চিকিৎসক এ এইচ এম আমিরুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের একটি বেসরকারি হাসপাতালের নিজ কক্ষ থেকে চিকিৎসক এ এইচ এম আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকার জনসেবা হাসপাতালের তার নিজ কক্ষে মরদেহটি পাওয়া যায়।

তিনি জনসেবা হাসপাতালের স্বত্ত্বাধিকারী এবং নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির সভাপতি। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে জেলা পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকান্ড। পুলিশ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’