ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:৩৫ এএম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। ছবি- সংগৃহীত

রাজধানীর বংশাল থানাধীন নাজিরা বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাঈম (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নাজিরা বাজারের নার্স কমপ্লেক্সের সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম ময়মনসিংহ জেলার বারাকান্দা উপজেলার সরিষা বাজার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হেজমত আলী। পেশায় তিনি দর্জি হিসেবে কাজ করতেন।

নাঈমের সহকর্মী রাকিব মিয়া জানান, রাতে নিজ কক্ষে বৈদ্যুতিক সেলাই মেশিন দিয়ে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নাঈম। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।