ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে মো. মহাসিন শান্ত (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন মোছা. নাসরিন আক্তার বলেন, আমার ভাই মানসিক ভারসাম্যহীন ছিল। এ মাসের ১৫ তারিখে মা মারা যায়। এরপর মানসিকভাবে ভাই আরও ভেঙে পড়ে। দুপুরে সবার চোখকে ফাঁকি দিয়ে নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভাইকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন