বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০২:২২ পিএম

রাজধানীতে কীটনাশকের বিষক্রিয়ায় যুবকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০২:২২ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

রাজধানীর লালবাগে ছারপোকা দমনে ব্যবহৃত কীটনাশকের বিষক্রিয়ায় মো. জীবন হোসেন (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় তিনি একাই বাসায় ছিলেন। ধারণা করা হচ্ছে, জানালা-দরজা বন্ধ থাকায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নুর ইসলাম জানান, ‘আমরা বাবা-ছেলে মিলে ভাঙারি ব্যবসা করি। বুধবার রাতে বাসার সব কক্ষে ছারপোকা মারার ওষুধ প্রয়োগ করে আমি কাজে বের হয়ে যাই। ওই সময় পরিবারের অন্য সদস্যরাও আত্মীয়ের বাসায় ছিলেন। আমার ছেলে জীবন একাই বাসায় থেকে যায় এবং নিজের রুমের দরজা-জানালা বন্ধ করে ঘুমাতে যায়।’

তিনি আরও বলেন, ‘আজ সকালে ঘরের দরজায় ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি সে অচেতন অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি, কিন্তু চিকিৎসক জানান, সে আগেই মারা গেছে।’

মৃত জীবনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পাকিয়াপাড়া গ্রামে। বর্তমানে পরিবারসহ লালবাগ শহীদনগর জে এস শাহ রোডের ১৭৬/সি/৬ নম্বর বাসায় বসবাস করতেন। তার এক ছেলে সন্তান রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।

Link copied!