রাজধানীর কদমতলীতে স্বামীর ওপর অভিমান করে মোছা. জরিনা বেগম (৩২) নামে এক নারী আত্মহত্যা করেছেন। রোববার (৫ অক্টোবর) বিকেলে গ্যাস রোডের ৬ নম্বর গলি এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. নুসরাত জাহান জানান, খবর পেয়ে গ্যাস রোডের ৪ নম্বর গলির সজীবের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে পরিবারের কাছে থেকে জানা গেছে- পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমান করে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন জরিনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
নিহতের বোন মোছা. আছিয়া জানান, জরিনা রাগী ও জেদি প্রকৃতির ছিলেন। সকালে স্বামীর সঙ্গে কলহের পর অভিমানে নিজ কক্ষে গিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের স্বামী ভাঙ্গারি ব্যবসা করেন। পরিবারের সূত্রে জানা যায়, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার পাচগাঁও গ্রামে। জরিনা মৃত আব্দুর রহিম হাওলাদারের মেয়ে। বর্তমানে স্বামী আব্দুর রহিম (নয়ন) সর্দারের সঙ্গে কদমতলীর সজীব সাহেবের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। ছয় বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন