রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের উল্টোদিকে ইউলুপের নিচে দাঁড়িয়ে থাকা ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
স্থানীয় কয়েকজন বলেন, বাসটির নিচের অংশ থেকে হঠাৎ আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন তাঁরা।
হাতিরঝিল থানার উপপরিদর্শক ইব্রাহিম খলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।
তিনি জানান, পার্কিং করা বাসটিতে কেন বা কীভাবে আগুন লাগল, তা পরিষ্কার নয়। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন