রাজধানীর পল্লবী থানার সামনে ৩ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) রাতে থানার সামনে এই ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, থানার বিপরীত পাশে পরপর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) আসাদ বলেন, আমাদের থানার বিপরীত পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়টা বিস্ফোরণ হয়েছে বলতে পারবো না। আমি তো থানার ভেতরে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন