ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ, যেখানে যাবেন না

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৭:৫৮ এএম

কেনাকাটা হোক কিংবা পরিবারের সঙ্গে একটু ঘুরে বেড়ানো, ছুটির দিন মানেই অনেকের আলাদা পরিকল্পনা থাকে। তবে বাসা থেকে বের হওয়ার আগে ঢাকার মার্কেট, শপিং সেন্টার কিংবা বিনোদনকেন্দ্রগুলো খোলা না বন্ধ, তা জেনে নেওয়া জরুরি। নইলে গিয়ে দেখা যায় দরজা বন্ধ।

আজ শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি মার্কেট সাপ্তাহিক বন্ধের কারণে খোলা থাকবে না। পাশাপাশি কিছু জাদুঘর ও বিনোদনকেন্দ্রও আজ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

আজ যেসব মার্কেট বন্ধ

  • আজিমপুর সুপার মার্কেট
  • গুলিস্তান হকার্স মার্কেট
  • ফরাশগঞ্জ টিম্বার মার্কেট
  • শ্যামবাজার পাইকারি দোকান
  • সামাদ সুপার মার্কেট
  • রহমানিয়া সুপার মার্কেট
  • ইদ্রিস সুপার মার্কেট
  • দয়াগঞ্জ বাজার
  • ধূপখোলা মাঠ বাজার
  • চকবাজার
  • বাবুবাজার
  • নয়াবাজার
  • কাপ্তানবাজার
  • রাজধানী সুপার মার্কেট
  • দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট
  • ইসলামপুর কাপড়ের দোকান
  • ছোট কাটারা
  • বড় কাটারা হোলসেল মার্কেট
  • শারিফ ম্যানসন
  • ফুলবাড়িয়া মার্কেট
  • সান্দ্রা সুপার মার্কেট

যেখানে যাবেন না

ছুটির দিনে অনেকেই সন্তান বা পরিবারের সদস্যদের নিয়ে জাদুঘর কিংবা বিনোদনকেন্দ্রে যেতে চান। তবে কিছু জায়গা শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে। যেমন—

বিজয় সরণির সামরিক জাদুঘর

  • সময়: সকাল ১০:৩০–বিকেল ৪টা
  • বৃহস্পতি ও শুক্রবার বন্ধ

আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

  • বৃহস্পতি ও শুক্রবার বন্ধ

বাংলাদেশ শিশু একাডেমি জাদুঘর

  • শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি

ঢাকায় ঘোরাঘুরি বা কেনাকাটার পরিকল্পনা থাকলে এসব তথ্য মাথায় রেখে বের হওয়াই ভালো। তাহলে ভোগান্তিতে পড়তে হবে না, সময়ও বাঁচবে।