ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০১:৪১ পিএম
ছবি- ভিডিও থেকে নেওয়া

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার মাইলস্টোন কলেজের পাশে বিমানটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, কলেজের পাশে বিধ্বস্ত হওয়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এরপরই আতঙ্কে শিক্ষার্থীরা ছোটাছুটি করতে থাকে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে আছে বলে জানা গেছে।