রাজধানীর পল্টন এলাকায় ট্রাকচাপায় প্রান্তপাল (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে বঙ্গভবনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরই গুরুতর আহত অবস্থায় প্রান্তপালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত প্রান্তপালের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি গ্রামে। তারা বাবার নাম উজ্জল পাল।
উজ্জল পাল পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তিনি বলেন, ‘রাতে ঝালমুড়ি বিক্রি শেষে আমি আর আমার ছেলে সাইকেলে করে বাসায় ফিরছিলাম। বঙ্গভবনের মোড় পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এরপর ছিটকে পড়ায় মাথায় গুরুতর আঘাত পায় প্রান্তপাল। পরে দ্রুত ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, নিহত কিশোরের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :