ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

মিরপুরে খেলনা ভেবে কুড়িয়ে আনা ককটেল বিস্ফোরণে শিশু আহত

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৩:২৪ পিএম
ছবি- সংগৃহীত

ঢাকার মিরপুরে আনসার ক্যাম্প বিহারি পাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তামিম হোসেন (১০) নামে এক শিশু আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তামিমের নানা মো. জামাল জানান, বিহারিপাড়া মসজিদের পাশে ময়লার ভাগাড় থেকে ‘বল সদৃশ’ ওই বস্তুটি খেলনা ভেবে তামিম ও তার বন্ধুরা কুড়িয়ে আনে। একপর্যায়ে সেটি বিস্ফোরিত হলে তামিম গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, তামিমরা মিরপুর-১-এর বিহারি পাড়া আনসার ক্যাম্পের বাসিন্দা। তামিমের বাবা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সংসারের হাল ধরতে তিনি বাসাবাড়িতে কাজ করেন। তামিম ক্যাম্পের ভেতরেই একটি মাদ্রাসায় শিশু শ্রেণিতে লেখাপড়া করে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিশু তামিম ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করছে।