ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ বন্ধের নির্দেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০১:১৬ এএম
ছবি- সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘কেক পট্টি’ আপাতত বন্ধ ঘোষণা করেছে পুলিশ। ট্রাফিক বিশৃঙ্খলা ও জনভোগান্তি বেড়ে যাওয়ায় শুক্রবার (৯ অক্টোবর) থেকে নির্বাচন কমিশন ভবনের আশপাশে কোনো কেক বিক্রেতা বা অস্থায়ী দোকান বসতে পারবে না।

শেরে বাংলা নগর থানার সূত্রে জানা গেছে, আইডিবি ভবন ও নির্বাচন কমিশন ভবনের আশপাশের রাস্তাগুলো ভাসমান দোকানে ভরে গিয়েছিল, যার ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল এবং মানুষের যাতায়াতেও দুর্ভোগ সৃষ্টি হয়। জনসাধারণ ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি নিয়ে অভিযোগ জানানোর পর পুলিশ পদক্ষেপ নেয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক বলেন, ‘আমরা কোনো ‘কেক পট্টি’ নামে কিছু জানি না। আমরা জানি এই এলাকায় নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। এসব অফিসের রাস্তায় অবৈধভাবে দোকান বসানোয় যানজট ও ভোগান্তি তৈরি হচ্ছিল। তাই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা গিয়ে দোকানদারদের সরে যেতে বলেছি। আগামীকাল থেকে এখানে কোনো দোকান বসানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ বহু অভিযোগ এসেছে। জনগণ নিজেরাই অভিযোগ করছে, আবার তারাই গিয়ে ওখানে খাবার খাচ্ছে ও পার্কিং করছে। এসব অবৈধ দোকান না থাকুক, সে জন্য জনগণকেও সহযোগিতা করতে হবে।’

অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যায়, আগারগাঁও মেট্রো স্টেশনের পাশে ‘কেক পট্টি’র সূচনা হয়েছিল কিছু তরুণ-তরুণীর উদ্যোগে, যারা নিজের হাতে তৈরি কেক বিক্রি করতেন। পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই স্থানটি। ইউটিউব ও ফেসবুকে অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়ায় প্রতিদিন সন্ধ্যায় এখানে বিপুল জনসমাগম ঘটত।

গত কয়েক সপ্তাহ ধরে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস থেকে নির্বাচন কমিশন ভবন পর্যন্ত কেক বিক্রেতাদের সারি ও দর্শনার্থীদের ভিড়ে রাস্তাজুড়ে জটলা সৃষ্টি হচ্ছিল। ফলে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।