রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ দুজন ভর্তি হয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে তাদের সেখানে ভর্তি করা হয়।
ভর্তি দুজন হলেন- মো. সুরুজ ও মো. মামুন। দুজনের মধ্যে সুরুজের বয়স ৩০ এবং মামুনের বয়স ৩৫।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান জানান, মিরপুরে আগুনের ঘটনায় আমাদের এখানে দুজন এসেছেন। এদের মধ্যে সুরুজের ২ শতাংশ এবং মামুনের ইনহালেশন ইনজুরি রয়েছে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।
তবে এই দুজনের নাম ছাড়া আর কোনো পরিচয় সম্পর্কে জানা যায়নি।
এর আগে সকালে সাড়ে ১১টার দিকে রূপনগর আবাসিকের শিয়ালবাড়িতে সরদার গার্মেন্টস ও কসমি ফার্মা নামে দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ১১টার ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে আরও ছয়টি ইউনিট যোগ দেয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর তিনটা) আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি কর্মকর্তা লিমা খানম।
তিনি জানান, এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। কারখানা দুটিতে রাসায়নিক দ্রব্য থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া আশেপাশের ঘিঞ্জি পরিবেশ থাকায় আগুন ছড়িয়ে পড়ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন