রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


এনামুল হক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৩:৩৮ পিএম

রাজধানীর তুরাগে এসিড নিক্ষেপ করে ছিনতাই, গ্রেপ্তার ১

এনামুল হক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৩:৩৮ পিএম

ছবি: এনামুল হক

ছবি: এনামুল হক

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় এসিড নিক্ষেপ করে ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ।  বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ময়মনসিংহ সদর থানার চরদুর্লভা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতের নাম-নাঈম ওরফে বাবু (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০ টায় সাথী রানী (৩৬) নামে একজন তার শিশু সন্তান বিজু রানীকে (০২) নিয়ে তুরাগ থানাধীন কামারপাড়া বাজার থেকে কামারপাড়া পুরাতন থানা রোডের তারা মার্কেটের কাছে তার ভাসুরের বাসায় যাচ্ছিল। বাসার গেইটের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা এক ব্যক্তি সাথী রানীকে প্রশ্ন করে যে, রহিম নামক কোন ব্যক্তিকে চিনে কিনা? সাথী রানী কোন উত্তর দেওয়ার আগেই অজ্ঞাতনামা ব্যক্তি তার সাথে থাকা একটি বোতল থেকে স্প্রে এর মাধ্যমে সাথী রানী ও তার শিশু সন্তান বিজু রানীর মুখ লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে।  এতে সাথী রানীর মুখের কিছু অংশ ঝলসে যায় ও বিজু রানীর শরীরের কিছু অংশ ঝলসে যায়।

এ সময় অজ্ঞাতনামা ওই ব্যক্তি সাথী রানীর গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। তখন ছিনতাইকবলে পড়া দুইনারী চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।  এ ঘটনায় গত ২২ নভেম্বর (শুক্রবার) সাথী রানীর ভাসুর শ্রী চিবাস কুমার হালদার তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, এ ঘটনার সময় আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও প্রযুক্তির সহায়তায় জড়িত নাঈমকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তুরাগ থানার একটি দল গত বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ টার সময় ময়মনসিংহ সদর থানার চরদুর্লভা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত নাঈম একজন পেশাদার ছিনতাইকারী। সে দীর্ঘদিন ধরে তুরাগ এলাকায় ছিনতাইয়ের কাজে জড়িত।  গত ২১ নভেম্বর (বৃহস্পতিবার) সাথী রানী এবং বিজু রানীকে এসিড নিক্ষেপ করে তাদের থেকে স্বর্ণের চেইন নিয়ে যায়।  গ্রেপ্তারকৃত ছিনতাইকারী নাঈমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরবি/জেআই

Shera Lather
Link copied!