রাজধানীর সেগুনবাগিচা এলাকায় আওয়ামী মদদপুস্ট জাকির হোসেনের সন্ত্রাসী কর্মকান্ডে অতিস্ট হয়ে পড়েছে সাধারন মানুষ। এলকাবাসীকে মারধর, পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, জায়গা জমি দখল, চলাচলের জায়গা দখল, সরকারী খাস জায়গা দখল ও মাদক ব্যবসা জাকির হোসেন গংদের নিত্য নৈমিত্তিক কাজ।
এসব করে অল্পদিনে বিপুল পরিমান অবৈধ বিত্ত বৈভমের মালিক হয়েছে জাকির। সর্বশেষ জাকিরের নের্তৃত্বে গত বুধবার রাতের আঁধারে পিস্তল, দেশীয় অস্ত্র, ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হামলা চালায় বিউটি খাতুন, আদর আক্তার, উদয় হাসান, হৃদয়, অন্তরা, ইমু, রানা, কামাল ও রতনসহ অজ্ঞাত প্রায় ৫০ জন সন্ত্রাসী।
এসময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ বেশ কয়েক জন সাংবাদিক আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সূত্রপাত সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২১ মে) রাতে হঠাৎ জাকির গং ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে চেয়ারম্যান টি স্টল নামে একটি দোকানের ৫০ হাজার টাকার মালামালসহ লুট করে নিয়ে যায়।
দোকান লুটের বিষয়ে ডিআরইউ’র সিনিয়র সদস্য মশিউর রহমান জানতে চাইলে পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর আক্রমণ চালানো হয়। এছাড়া সভাপতি আবু সালেহ আকনের উদ্দেশ্যে পিস্তল উচিয়ে গুলি করে মেরে ফেলার হুমকী দেয় জাকির হোসেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে জাকির ও তার অনুসারীরা। তারা জোর করে মানুষের যায়গা দখল করেছে। সেগুনবাগিচায় মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় সীমাহীন কস্ট ভোগ করতে হচ্ছে।
তারা জানান, স্বৈরাচার আওয়ামী লীগের এমপি আফজাল হোসেন জাকিরের বেয়াই। সে প্রায়ই জাকিরের বাড়িতে আসা যাওয়া করে। জাকির এমপি আফজালের নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
৫ অগাস্টের পর দীর্ঘ দিন আফজাল জাকিরের বাসায় আত্নগোপন করেছিলো। আফজালের ১০ টি লাগেজ এখনো জাকিরের বাসায় রয়েছে। এর মধ্যে বিগত সরকারের গুরুত্বপূর্ন কাগজপত্র রয়েছে। এছাড়া জাকিরের বড় মেয়ে আদরের জামাই র্যাবের বিকাশ ছাব্বির র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের অন্যতম সহযোগী।
৫ অগাস্টের পর র্যাবের বিকাশ ছাব্বিরও কৌশলে দেশত্যাগ করে। যাওয়ার সময় সে ১০ কোটি টাকা, একটি গাড়ি ও গুলশানের ফ্লাট জাকিরের বড় মেয়েকে দিয়ে গেছে। সন্ত্রাসী জাকির আওয়ামী লীগের দাপট দেখিয়ে সেগুন বাগিচায় ২টি বাড়ি দখল করেছে। তার দখলকৃত জায়গায় নিয়মতি মাদক ব্যবসা হয়।
আপনার মতামত লিখুন :