পিঠে ব্যাগ আর হাতে মোবাইল নিয়ে মেট্রোস্টেশনের নিচের সড়কের ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এ সময় তার পেছন পেছন আসছিলেন তিনজন। তাদের একজন ওই ব্যক্তির আগে চলে যান। ওই যুবক ফুটপাতের সংকীর্ণ স্থানে যেতেই তিনজন তার গতিরোধ করেন। তারা ভুক্তভোগী যুবকের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করে তার মোবাইল ছিনিয়ে নেন।
এ সময় ছিনতাইকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে আঘাত করেন। তারপর তিনজনই দৌড়ে একটি অটোরিকশায় উঠে পালিয়ে যায়। মোবাইল ছিনিয়ে নেওয়ার পর তিনি ছিনতাইকারীদের পেছন পেছন দৌড়ে গেলেও শেষ রক্ষা হয়নি। গত শনিবার রাতে রাজধানীর পল্লবী মেট্রোস্টেশনের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনার কয়েক দিন আগে মগবাজারে গ্রিনওয়ে গলিতে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে কুপিয়ে এক যুবকের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনা দুটির সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুধু এই ঘটনাই নয়, গত রোববার রাতে রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন গুলশান থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। কলেজগেট এলাকায় কয়েকজন ছিনতাইকারী মধ্যরাতে কবির হোসেন নামে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়।
গত রোববার দুপুরে মিরপুর-১৩ নম্বরে একটি প্রতিষ্ঠানে ছাত্রদল পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন দুইজন। এভাবেই কোরবানির ঈদকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বাড়ছে। এ ছাড়া মৌসুমি অপরাধী, অজ্ঞান পার্টি, জালনোট কারবারিরাও সক্রিয় রয়েছে।
কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন ধরনের অপরাধ ঠেকাতে এরই মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। চাঁদাবাজি, অপহরণ, ডাকাত ও ছিনতাইকারীদের বিরুদ্ধে চলছে কঠোর অভিযান। তবুও আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে রাজধানীসহ বিভিন্ন স্থানে অপ্রতিরোধ্য হয়ে উঠছে অপরাধী চক্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা শহরে সন্ধ্যা, রাত, ভোওে, এমনকি দিনদুপুরেও প্রকাশ্যে হচ্ছে ছিনতাই। অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা বাড়াচ্ছে উদ্বেগ, ঘটেছে প্রাণহানিও। ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আহতের ঘটনা অসংখ্য। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের শিথিলতায় বাড়ছে চুরি-ডাকাতি ও ছিনতাই।
গণঅভ্যুত্থানের পর পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। তবে পুলিশ বলছে, প্রতিটি থানায় টহল জোরদার করা হয়েছে। অপরাধীদের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।
এ ছাড়া র্যাব, গোয়েন্দাদের পাশাপাশি কোরবানির পশুর হাটে চাঁদাবাজি বন্ধে ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে সেনাবাহিনী। সংস্থাটি নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে। ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে মোহাম্মদপুরে। এরপর রয়েছে উত্তরা, ডেমরা ও তেজগাঁও এলাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত এক মাসে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এক হাজার ৯৬৯ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ নিয়ে গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত মোট ১৪ হাজার ২৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কিশোর গ্যাং সদস্য, তালিকাভুক্ত অপরাধী, অপহরণকারী, চোরাচালানকারী, প্রতারক, দালাল, চাঁদাবাজ, ডাকাত ও ছিনতাইকারী রয়েছে।
জানা গেছে, গত রোববার রাতে রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন গুলশান থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। দুই ব্যক্তি পেছন থেকে তাকে গুলি করে। খুব কাছ থেকে করা গুলিতে মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি।
গত ২৪ মে শনিবার রাত সাড়ে ১১টার দিকে পল্লবীতে মেট্রো স্টেশনের নিচের ফুটপাতে চাপাতি দিয়ে কুপিয়ে আল-আমিন রানা নামে এক যুবকের আইফোন ছিনিয়ে নেয় তিন দুর্বৃত্ত। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভুক্তভোগী বাস করেন পল্লবীতে। তিনি রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এ ঘটনায় তিনি পল্লবী থানায় লিখিত অভিযোগ করলেও কোনো সহায়তা পাননি বলে দাবি ভুক্তভোগীর।
আল-আমিন বলেন, সেদিন রাতে কাজ শেষে খিলক্ষেত থেকে বাসে করে মিরপুরের পল্লবী মেট্রোস্টেশনের কাছে নামেন তিনি। এরপর হেঁটে বাসার দিকে যাওয়ার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে তার হাতে থাকা আইফোনটি ছিনিয়ে নেয়। এ সময় তার হাতে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক ছিনতাইকারী। এতে তিনি আহত হন। মোবাইল ছিনিয়ে নেওয়ার পর তিনি ছিনতাইকারীদের পেছন পেছন দৌড়ে গিয়েছিলেন। কিন্তু ছিনতাইকারীরা অটোরিকশায় করে পালিয়ে যায়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, পিঠে ব্যাগ থাকা ওই যুবক মোবাইল হাতে মেট্রোস্টেশনের নিচের সড়কের ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। তার পেছন পেছন আসছিলেন তিনজন। তাদের একজন ওই ব্যক্তির আগে চলে যান। ওই যুবক ফুটপাতের সংকীর্ণ স্থানে যেতেই তিনজন তার গতি রোধ করে। তারা ওই যুবকের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করে তার মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন। তারপর তিনজনই দৌড়ে একটি অটোরিকশায় উঠে পালিয়ে যান।
এ বিষয়ে পল্লবী থানার ওসি শফিউল আলম সাংবাদিকদের বলেন, তিনি গতকালই (রোববার) এই থানায় যোগ দিয়েছেন। ঘটনাটির বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।
এ ঘটনার কয়েক দিন আগে গত ১৮ মে বিকেলে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে কুপিয়ে আব্দুল্লাহ নামে এক যুবকের ব্যাগ ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী। সম্প্রতি এ ঘটনার ভিডিও ফুটেজ যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুল্লাহ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ সময় ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী ‘চাপাতি’ বের করে তাকে আঘাত করতে থাকে। এ সময় আশপাশে কয়েকটি কুকুরের চিৎকার শোনা যায়।
পরবর্তী সময়ে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। কিন্তু ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকে।
তেজগাঁও বিভাগের (হাতিরঝিল) জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) রব্বানী হোসাইন বলেন, জড়িতদের শনাক্তে ইতিমধ্যে মাঠে নেমেছে পুলিশ। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে। গত ২২ মে রাত ২টার দিকে কলেজগেট এলাকায় কয়েকজন ছিনতাইকারী কবির হোসেন নামে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
গত ১৬ মে শুক্রবার ভোররাতে মিরপুর পল্লবীতে মো. বাচ্চু নামে এক চালককে হত্যা করে তার সিএনজিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে র্যাব কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল হোতাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। গত ১৫ মে বৃহস্পতিবার মধ্যরাতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের ঢালে কাভার্ড ভ্যানে উঠে চালককে কুপিয়ে নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রাম থেকে মালবোঝাই করে গাজীপুরগামী একটি কাভার্ড ভ্যান কাজলা এলাকায় যানজটে ধীরগতিতে চলছিল। এই সময় ছয়-সাতজন ছিনতাইকারী হঠাৎ গাড়িতে উঠে চালক মো. মহিনকে (৩৮) জিম্মি করে সঙ্গে থাকা ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
গত ১৯ মে সোমবার দুপুরে মোহাম্মদপুরের টিক্কাপাড়া থেকে মো. রবিন ইসলাম নামে এক চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গত রোববার রাজধানীর মিরপুর-১৩ নম্বরে একটি প্রতিষ্ঠানে ছাত্রদল পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন দুইজন। জানা যায়, ৪নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল মাহবুব (ওরফে ফুডা ফয়সাল) এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য আশরাফুজ জাহানের ছেলে রিফাতসহ আরও কয়েকজন একটি প্রতিষ্ঠানে চাঁদা আদায় করতে যান।
এ সময় স্থানীয়রা তাদের আটক করে সেনাবাহিনীকে খবর দেন। স্থানীয় সেনা ক্যাম্প থেকে সেনা সদস্যরা এসে তাদের দুজনকে আটক করে নিয়ে যান। স্থানীয়রা অভিযোগ করেন, ফয়সাল মাহবুব ওরফে ফুডা ফয়সালের চাঁদাবাজিতে অতিষ্ঠ মিরপুর-১৩ অঞ্চলের সাধারণ মানুষ। আটককৃতরা বিএনপির রাজনীতির সাথে জড়িত।
ডিএমপি জানায়, অপরাধ নিয়ন্ত্রণে গত দুই দিনে শুধু রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদককারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
ঢাকায় ছিনতাই, চুরি, ডাকাতি রোধে পুলিশের তৎপরতার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, চুরি ডাকাতি ছিনতাই রোধে রাজধানীর বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। যেসব এলাকায় এসব ঘটনা বেড়েছে, সেসব এলাকায় ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ ডিউটি করছে।
ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে ১৪ হাজার ২৬৬ জন গ্রেপ্তার ও ৯ হাজার ৬১১টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত ৪০ দিনে বাংলাদেশ সেনাবাহিনী ২৪১টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৭০৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
তিনি জানান, ২০২৪ সালের আগস্ট মাস থেকে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৬১১টি অবৈধ অস্ত্র এবং ২ লাখ ৮৫ হাজার ৭৬১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, গত এক মাসে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ১ হাজার ৯৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে কিশোর গ্যাং সদস্য, তালিকাভুক্ত অপরাধী, অপহরণকারী, চোরাচালানকারী, প্রতারক, দালাল, চাঁদাবাজ, ডাকাত ও ছিনতাইকারী।