ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

শাকিবের ‘কালা জাহাঙ্গীর’ নিয়ে গুঞ্জনে মুখ খুললেন নির্মাতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৬:৩৬ পিএম
শাকিব খান। ছবি- সংগৃহীত

শাকিব খানকে ঘিরে নতুন এক সিনেমার খবর ছড়িয়ে পড়তেই তৈরি হয় তুমুল আলোচনার ঝড়। শোনা যায়, ‘কালা জাহাঙ্গীর’ নামে যে সিনেমায় শাকিব অভিনয় করতে যাচ্ছেন সেটি নাকি বাস্তবের আলোচিত এক অপরাধজগতের চরিত্রের জীবনী অবলম্বনে। কিন্তু অবশেষে সব গুঞ্জনের ইতি টেনে মুখ খুললেন সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা ও পরিচালক আবু হায়াত মাহমুদ।

একটি লিখিত বিবৃতিতে তারা জানান, ‘এই ছবি কোনো ব্যক্তির জীবনী নয়, এটি সম্পূর্ণ মৌলিক কাহিনি।’

শাকিব খান। ছবি- সংগৃহীত

৩০ জুলাই দেওয়া বিবৃতিতে তারা স্পষ্ট করে বলেন, ‘মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে সিনেমাটি করতে যাচ্ছি সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ভুল তথ্য ছড়িয়েছে। সিনেমাটি কালা জাহাঙ্গীর নামের কোনো বাস্তব চরিত্রকে ঘিরে নয়।’ 

সিনেমাটি সর্বস্তরের মানুষের জন্য উপযুক্ত দাবি করে তিনি আরও বলেন, ‘গুলিস্তান টু গুলশান, সব শ্রেণির দর্শকের উপযোগী করে বড় ক্যানভাসে এই গল্প সাজানো হয়েছে।’

পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে। দেশ ও দেশের বাইরে থেকে একাধিক টিম কাজ করছে সিনেমাটি সফল করতে। 

শাকিব খান। ছবি- সংগৃহীত

যদিও শাকিব খান সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, এখনো সিনেমার নাম চূড়ান্ত নয়। আগামি আগস্টে ছবির নামসহ বাড়তি কিছু চমক নিয়ে হাজির হবেন তারা।

এই ছবির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্য করেছেন তিনিই—সঙ্গে ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। কারা শাকিবের বিপরীতে অভিনয় করবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি।

সংশ্লিষ্টরা জানান, নভেম্বরেই শুটিং শুরু হবে, তার আগেই পুরো অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করা হবে।