গত ৩-৪ দিনের টানা বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সেতুটিতে উঠতে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি পর্যটক কমপ্লেক্স।
বুধবার (৩০ জুলাই) সকালে পর্যটন কর্পোরেশন ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ঝুলন্ত ব্রিজে পানি ওঠার ফলে বুকভরা আশা নিয়ে চলে যাচ্ছে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরা।
স্থানীয় ও দূর-দূরান্ত থেকে ছুটে আসা পর্যটকরা বলেন, প্রতি বছর কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেলেই রাঙামাটির ঝুলন্ত ব্রিজ পানিতে তলিয়ে যায়!
এত সুন্দর একটি ব্রিজ হ্রদের পানি বৃদ্বি পেলে তলিয়ে যায় এটার কোনো বিহীত ব্যবস্থা নেই। যদি এই ঝুলন্ত ব্রিজটিকে ৩-৪ ফুট উঁচু করা যায় তাহলে ব্রিজে আর কখনো পানি উঠবে না। আমাদের দাবি, যেহেতু দূর-দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দর্শনার্থী ঝুলন্ত ব্রিজটি দেখতে আসে তাই ব্রিজটি উঁচু করাসহ পর্যটনকে আরও একধাপ আধুনিকায়ন করা হোক।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ বলেন, টানা বৃষ্টির কারণে বিভিন্ন উপজেলায় পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির ঝুলন্ত ব্রিজের ওপর পানি উঠেছে। তাই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দর্শনার্থীদের চলাচলে সাময়িকভাবে ব্রিজে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।
ব্রিজে ওঠার আগেই দর্শনার্থীদের সচেতন করতে একটি নিষেধাজ্ঞা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। পানি কমে গেলে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।