বরখাস্ত হওয়া পুলিশের এএসআই শামীম ইসলামের অপকর্ম ও নৈতিক স্খলনজনিত অপরাধে জড়ানো এবং তার ঘড় ভেঙে দেয়া প্রতারক রিয়া জোয়ার্দারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন শামীমের স্ত্রী পিংকী খাতুন।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাগুরার শ্রীপুরের পিংকী খাতুন জানান, তার স্বামী শামীম ইসলাম একাধিক বিয়ে করে প্রতারণা এবং পলাতক থাকা একাধিক মামলার আসামি রিয়া জোয়ার্দারের সঙ্গে যোগসাজশে করছেন রাষ্ট্রবিরোধী তৎপরতা। যার সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।
পিংকী খাতুন অভিযোগ করে বলেন, তার স্বামীর নৈতিক স্খলন জনিত কারণ তিনি তিনটি মামলা করেছেন, যা বিচারাধীন রয়েছে।
পিংকী খাতুন জানান, গত বছরের ৮ আগস্ট পারিবারিকভাবে শামীম ইসলামের সঙ্গেনবিবাহ হয়। বিয়ের কিছুদিন পর তিনি স্বামীর বিরুদ্ধে অপহরণের পর বিয়ে করাসহ একাধিক বিয়ের তথ্য জানতে পারেন। এসব নিয়ে বিয়ের কয়েক মাসের মাথায় তা পারিবারিক জীবনে চরম অশান্তি নেমে আসে।
এ সময় তিনি তাকে পরিবর্তন হয়ে সুস্থ্য জীবনে ফিরে আসার অনুনয়-বিনয় করেও কোন উপকার পাইনি। পরিবর্তন হয়নি তার চরিত্রের। এরই মাঝে গোপালগঞ্জ থেকে ঢাকা জেলায় পোস্টিং হওয়ার পর তার সঙ্গে যোগাযোগ ছেড়ে দিয়ে আরো বেপরোয়া হয়ে ওঠেন শামীম ইসলাম। জানতে পারেন মাগুরার শ্রীপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি (বর্তমানে পলাতক) রিয়া জোয়ার্দার ওরাফে স্বর্ণালি জোয়ার্দার রিয়ার সঙ্গে অনৈতিক সম্পর্ক তৈরি করে তার বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়ার বাসায় থাকেন। পরে জানতে পারেন প্রতারণায় জড়িত এই নারীকে তিনি বিয়েও করেছেন। এটা তার চতুর্থ বিয়ে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিয়া জোয়ার্দারের মাসিক কোন উপার্জন নেই, তারপরও তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে আয়েশি জীবন-যাপন করছেন। পলাতক থেকেও অর্থ আয়ে প্রতারণার ফাঁদ পাতছেন বলে অভিযোগ রয়েছে! তার অনৈতিক কর্মের অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শ্রীপুর থানার সাবেক ওসি জব্বারুল ইসলামের সঙ্গে তার অনৈতিক সম্পর্কে মাগুরায় তোলপাড় হয়েছিলো বলে জানান পিংকী।
রিয়া জোয়ার্দারের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় গাঁজা বহনের মামলা, শ্রীপুর থানায় প্রতারণার মামলা, ভাটারা থানায় অসংখ্য অভিযোগ রয়েছে উল্লেখ করে রিয়া জোয়ার্দার এবং শামীম ইসলামের হুমকিতে তিনি আতংকিত, জীবন নিয়ে শঙ্কিত বলে জানান।
পিংকী খাতুন প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রিয়া জোয়ার্দার ও শামীম ইসলামের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগের তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।