ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

গুলশান থেকে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১২:৫৮ পিএম
মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। ছবি -সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) গভীর রাতে ঢাকার গুলশান এলাকা থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাকে আটক করে।

বিষয়টি আজ সোমবার (৬ অক্টোবর) দাউদকান্দি থানার ওসি জুনায়েত চৌধুরী নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আন্দোলনের সময় রিফাত ও বাবু নামে দুই ব্যক্তির হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া, তিনি ছাত্র ও জনতার আন্দোলন দমনে সহিংসতার নেতৃত্ব দেওয়ার অভিযোগেও জড়িত।

গ্রেপ্তারের পর সোমবার সকালে মেজর (অব.) সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।