ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

ভাড়া নিয়ে তর্ক-বিতর্কে ইজিবাইক চালককে ছুরিকাঘাত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০১:২৫ পিএম
কোতয়ালী থানা। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরে ভাড়া চাওয়া নিয়ে তর্ক-বিতর্কে আল আমিন (২৫) নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে জখম করেছে যাত্রীবেশী দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) বেলা ১০টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আল আমিন মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত স্বজনরা জানান, বর্তমানে আল আমিন তার পরিবারসহ যশোর শহরতলী মুড়লি মোড়ের আব্দুল খালেকের ভাড়াবাড়িতে বসবাস করেন। আজ সকালে তিনি ইজিবাইক নিয়ে রাজারহাট মোড়ে ছিলেন। সেখান থেকে ৫ জন তার ইজিবাইক ভাড়া করে রেলগেটে আসেন।

এ সময় যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে তার তর্ক-বিতর্ক হয়। এতে যাত্রীবেশী দুর্বৃত্তরা আল আমিনকে মারধর করে এবং ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হামলাকারীদের মধ্যে একজন মুড়লী এলাকার মহাসিন স্কুলের পাশের বাসিন্দা আলীর ছেলে আরাফাত বলে জানা গেছে।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, আহত আল আমিনের বুকের বাম পাশে আঘাতটি গুরুতর। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলমান।