ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মন্ত্রিসভার নতুন প্রধান সেবাস্তিয়ান লেকর্নু পদত্যাগ করেছেন। দায়িত্ব গ্রহণের ২৬ দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রেসিডেন্ট মাখোঁর জন্য একটি বিশাল ধাক্কা হিসেবে দেখছে বিশ্লেষকরা। সেবাস্তিয়ান লেকর্নু পরিচিত মুখদের নিয়ে রোববার (৬ অক্টোবর) নতুন এক মন্ত্রিসভা ঘোষণা করেন। এতে সমালোচনায় ফেটে পড়েন ফ্রান্সের রাজনীতিবিদরা। এর পর পরই সোমবার পদত্যাগ করেন তিনি।
এই পরিস্থিতিতে মাখোঁ যদিও নতুন নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, তবুও ফ্রান্সের রাজনৈতিক ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত।
এর আগে আস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছেন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। ৮ সেপ্টেম্বর ফরাসি পার্লামেন্টে এ ভোট অনুষ্ঠিত হয়। এতে বাইরুর বিপক্ষে পড়ে ৩৬৪ ভোট, আর সমর্থনে ছিলেন মাত্র ১৯৪ জন সাংসদ। ভোট থেকে বিরত ছিলেন আরও ২৫ জন।
জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনা পাস করাতে সমর্থন আদায়ের জন্য আস্থা ভোটের উদ্যোগ নেন বাইরু। কিন্তু সেটিই শেষ পর্যন্ত তার সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াল। ভোটে পরাজয়ের কারণে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে তাকে। আস্থা ভোটে হেরে পুরো মন্ত্রিসভাকেই বিদায় নিতে হচ্ছে।