ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

ঢাকাকেন্দ্রিক প্লট দেওয়া বন্ধ করা উচিত : পরিবেশ উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০১:৫৫ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি- সংগৃহীত

ঢাকাকেন্দ্রিক বা বড় বড় শহরে প্লট দেওয়া বন্ধ করা উচিত বরং ফ্ল্যাটকেন্দ্রিক হওয়া উচিত। আমরা একটা প্লট পেলে খুশি হই, একটা ফ্ল্যাট পেলে খুশি হই না! এ ছাড়া আশ্রয়ণ প্রকল্প যাদের দেওয়া হয়েছে তারা কিন্তু যায় না। কারণ শুধু আশ্রয় দিয়ে হয় না, আনুষঙ্গিক অনেক কিছু লাগে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস ২০২৫-এর আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, রাষ্ট্রের মৌলিক অধিকারের মধ্যে আমরা বসতিকে কীভাবে অন্তর্ভুক্ত করব, এটির একটা পরিকল্পনা প্রয়োজন। একজন ৬টা থেকে ৭টা প্লটের মালিক, অন্যদিকে একজন মধ্যবিত্ত কী করছে! তাই বসতিকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার।
 
তিনি বলেন,  ফ্ল্যাটের পাশাপাশি দুর্যোগ সহনশীল বসতির কথা ভাবতে হবে। বন্যা, নদীভাঙন অঞ্চলে এসব বসতির কথা ভাবা জরুরি হয়ে পড়েছে যা টেকসই হবে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীল হবে। বিকেন্দ্রিকরণ, পার্টনারশিপ, সবুজায়ন, দুর্যোগ সহনশীলতার মাধ্যমে আমরা নিরাপদ বসতি গড়তে পারি।


 
পরিবেশ উপদেষ্টা বলেন, বস্তি কোনো বসতি না। নিতান্ত বাধ্য না হলে কেউ বস্তিতে থাকে না। বস্তিবাসীর পুনর্বাসন না করে মানুষ যেন বস্তিবাসীর শরণাপন্ন না হয়, সেভাবে মেন্ডেট হতে হবে।