ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

আজ বিশ্ব বসতি দিবস

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১১:১৩ এএম
ছবি- সংগৃহীত

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব বসতি দিবস’। বিশ্ব বসতি দিবস কেবল একটি প্রতীকী পালন নয়—এটি স্মরণ করিয়ে দেয় যে নগর বসতির সুষ্ঠু পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মানুষের মৌলিক চাহিদা পূরণ, আবাসনের নিশ্চয়তা এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলাই দিবসের বার্তা।

জাতিসংঘ ঘোষিত এ দিবসের মূল উদ্দেশ্য হলো নগরায়ণ, বসতি উন্নয়ন এবং মানববসতির বর্তমান অবস্থা সম্পর্কে সচেতনতা তৈরি করা। একই সঙ্গে টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো।

এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য হলো— সবার জন্য টেকসই নগর ভবিষ্যৎ” (উদাহরণস্বরূপ, প্রতিবার ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য থাকে)। এর মাধ্যমে নগরজীবনের চ্যালেঞ্জ যেমন—অতিরিক্ত জনসংখ্যা, যানজট, দূষণ, অপরিকল্পিত নগরায়ণ এবং অবকাঠামোগত দুর্বলতার পাশাপাশি মানুষের জন্য পর্যাপ্ত আবাসন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য বিশেষভাবে প্রাসঙ্গিক। রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর, যেখানে প্রতিনিয়ত জনসংখ্যার চাপ বাড়ছে। গ্রাম থেকে শহরে মানুষের অবিরাম অভিবাসন, জমির সংকট, অপরিকল্পিত ভবন নির্মাণ, পরিবেশ ধ্বংস এবং সাশ্রয়ী আবাসনের অভাব নগরজীবনকে জটিল করে তুলেছে।

জাতিসংঘ এ দিবসের মাধ্যমে সরকার, উন্নয়ন সংস্থা, নগর পরিকল্পনাবিদ এবং সাধারণ জনগণকে আহ্বান জানায় যাতে তারা নগর উন্নয়নে যৌথভাবে কাজ করে। টেকসই পরিবহন ব্যবস্থা, সবুজ এলাকা সংরক্ষণ, সাশ্রয়ী ও নিরাপদ আবাসন নির্মাণ, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা সৃষ্টি করাই এই দিবসের মূল লক্ষ্য।