ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

রাশিয়ার ৫ শতাধিক হামলার বিপরীতে ইউক্রেনের ২৫০ ড্রোন হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১২:৫৫ পিএম
ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ছবি- সংগৃহীত

এক রাতেই রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত পাঁচজন নিহত এবং হাজারো মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। নিহতদের মধ্যে লভিভের লাপাইভকা গ্রামে একই পরিবারের চারজন এবং ১৫ বছর বয়সি এক কিশোরী রয়েছে। রোববার (৫ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভসহ জাপোরিঝিয়া, ইভানো-ফ্রাঙ্কিভস্ক, চেরনিহিভ, সুমি, খারকিভ, খেরসন ও ওডেসা অঞ্চলে হামলা চালায় রাশিয়া। 

হামলার বিষয়ে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া এক রাতে ৫০টির বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৫০০টি ড্রোন নিক্ষেপ করেছে।’ এদিকে ইউক্রেনের বিমানবাহিনীর দাবি করে, রাশিয়ার মোট ৫৪৯টি হামলার মধ্যে ৪৭৮টি ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের লভিভের আঞ্চলিক প্রধান ম্যাকসিম কোজিটস্কি জানান, ২০২২ সালের পর এটাই ওই অঞ্চলে সবচেয়ে বড় আক্রমণ। প্রায় ১৬৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করা হয়েছে। হামলায় লভিভে গণপরিবহন বন্ধ হয়ে যায়, বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

এ ছাড়া ইউক্রেনের জাপোরিঝিয়ায় একটি বিদ্যুৎকেন্দ্রে আঘাতের পর ৭৩ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ। ওই হামলায় একজন নারী নিহত ও ১৬ বছর বয়সি এক কিশোরীসহ কয়েকজন আহত হন।

হামলার পর ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড নিজস্ব আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমান ও ন্যাটোর মিত্রবাহিনী মোতায়েন করেছে। পোলিশ অপারেশনাল কমান্ড জানায়, আকাশ প্রতিরক্ষা ও রাডার সিস্টেম সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় ‘ব্যাপক সফল হামলা’ চালিয়েছে। অন্যদিকে জেলেনস্কি বলেছেন, ‘এই আকাশ সন্ত্রাস রুখতে আরও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা চুক্তির দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।’

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়া দোনেৎস্ক, লুহানস্কসহ ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে, যার মধ্যে ২০১৪ সালে সংযুক্ত করা ক্রিমিয়াও অন্তর্ভুক্ত।

এদিকে সোমবার (৬ অক্টোবর) ভোরে রাশিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ২৫১টি ড্রোন ধ্বংস করেছে। এই ড্রোনগুলোর বেশির ভাগই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গুলি করে নামানো হয়েছে বলেও উল্লেখ করেছে রুশ বাহিনী। এর মধ্যে ৬১টি কৃষ্ণসাগরের আকাশে এবং একটি মস্কোর দিকে যাচ্ছিল। বিবৃতিতে রুশ মন্ত্রণালয় শুধু ধ্বংস করা ড্রোনের সংখ্যাই জানিয়েছে। তবে ইউক্রেন ঠিক কতটি ড্রোন নিক্ষেপ করেছে তা জানায়নি। পাশাপাশি সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি রাশিয়া।