ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ন্যাশনাল লাইফের ইসলামী তাকাফুল বিমার শরিয়াহ্ কাউন্সিলের সভা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৮:১৯ পিএম
প্রফেসর ড. এম শমশের আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। ছবি- সংগৃহীত

দেশের শীর্ষতম জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ইসলামী তাকাফুল বিমার ৫১তম শরিয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) কোম্পানির বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

শরিয়াহ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির পরিচালক ও শরিয়াহ বোর্ড সদস্য এ এমএম মাঈন উদ্দিন মোনেম, সদস্য ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহী, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান, শরীয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, মুরাকিব মো. জামাল হোসেন অংশ নেন।

সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন।

সভা শেষে ন্যাশনাল লাইফ ইসলামী তাকাফুলের শরিয়াহ্ কাউন্সিল সদস্য বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, ইসলামি চিন্তাবিদ ও গবেষক প্রফেসর ড. এম শমশের আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন শরিয়াহ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লা। এ সময় মরহুম ড. এম শমশের আলীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।

সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন।