রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ১২:০৮ পিএম

লাইফের নিত্যনতুন প্রয়োজনে আপনাকে রেডি রাখতে এলো ইনোভার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ১২:০৮ পিএম

ইনোভার-এর ব্র্যান্ড লঞ্চ ইভেন্ট।

ইনোভার-এর ব্র্যান্ড লঞ্চ ইভেন্ট।

সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে জীবন, বদলে যাচ্ছে মানুষের প্রতিদিনের প্রয়োজন। বদলে যাওয়া সেই সব প্রয়োজন মেটাতে নির্ভরযোগ্য, আধুনিক ও স্মার্ট সব পণ্য নিয়ে এলো আকিজ রিসোর্স-এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড- ইনোভার, যা লাইফে আপনাকে রেডি রাখবে প্রতিদিন।

শনিবার (৮ নভেম্বর) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ইনোভার-এর ব্র্যান্ড লঞ্চ ইভেন্ট। ইলেকট্রিক্যালস, হোম অ্যাপ্লায়েন্স, ওয়াটার পাম্প, ও টুলস– সব ক্যাটাগরিতেই ইনোভার নিয়ে এসেছে আধুনিক ও স্মার্ট প্রযুক্তির নিশ্চয়তা, যা ঘরের বা বাইরের দৈনন্দিন জীবনকে সহজ করবে এবং আপনাকে রেডি রাখবে সবসময়।

এ প্রসঙ্গে আকিজ রিসোর্স-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, ‘আকিজ রিসোর্স শুধু একটি কর্পোরেট হাউজ নয় বরং মানুষের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার। আমাদের লক্ষ্য, সময়ের সাথে তাল মিলিয়ে মানুষের লাইফকে আরও বেশি ডিজিটালাইজড এবং স্মার্ট করার মাধ্যম তৈরি করে দেয়া হবে। ইনোভার বিশ্বাস করে, প্রতিটি মানুষের জীবনেই রয়েছে নতুন সম্ভাবনা। আর সেই সম্ভাবনার পথে এগিয়ে যেতে মানুষকে রেডি রাখতে ইনোভার প্রস্তুত আছে সবসময়।’

আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল আমিন রাজীব বলেন, ‘আমরা বিশ্বাস করি, মানুষ প্রতিদিনের লাইফে নতুন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ইনোভার সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার পথ সহজ করে তুলতে চায়, যেন মানুষ রেডি থাকে প্রতিটি মুহূর্তে। সেই লক্ষ্যেই ইনোভার-এর সকল পণ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে। আমরা আশাবাদী যে মানুষ তাদের প্রতিদিনের প্রয়োজনে ইনোভার-এর প্রোডাক্ট আস্থার সাথে ব্যবহার করবে।’

এই ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিলো- এলইডি ট্রোন ড্যান্স শো ও ইন্টারঅ্যাকটিভ এলইডি পারফরম্যানন্স এবং স্যান্ড আর্ট স্টোরি, যার মাধ্যমে শেখ আকিজ উদ্দিন এর সাফল্যগাঁথা প্রদর্শিত হয়। এ ছাড়াও ইনোভার-এর থিম সং পরিবেশন করেন জনপ্রিয় গায়িকা মাশা ও লাইভ মিউজিক পারফরম্যান্স করেন আনিকা ও সাব্বির। ইভেন্টের রেজিস্ট্রেশন, এন্ট্রি ম্যানেজমেন্ট, র‍্যাফেল ড্র, গিফট ডিস্ট্রিবিউশনসহ বিভিন্ন আয়োজন ছিল পুরোপুরি অনলাইন ভিত্তিক যা নিশ্চিত করে সুষ্ঠু ব্যবস্থাপনা।

ইনোভার লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, ফারিয়া হোসাইন (চেয়ারম্যান- আকিজ রিসোর্স), মোহাম্মদ তৌফিক হাসান (সিবিডিও, আকিজ রিসোর্স ), মাসুদ আল আমিন রাজিব (চিফ এক্সিকিউটিভ অফিসার, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড), মো. সাজ্জাদুল ইসলাম (হেড অফ মার্কেটিং, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড), সোহানুর রহমান সোহান (ডেপুটি চিফ অপারেটিং অফিসার, আকিজ রিসোর্স), মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সাল (হেড অফ অপারেশন, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড), কাজী মোত্তাকিন হোসেন (ক্লাস্টার চীফ ফাইন্যান্সিয়াল অফিসার, আকিজ রিসোর্স)। সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ডিলার, ডিস্ট্রিবিউটর, বিভিন্ন ব্যাংকের উর্ধতন কর্মকতা, বিদেশি ডেলিগেটসসহ অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ।

Link copied!