বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০২:৩০ পিএম

রাবিতে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার ‘নাতি-নাতনি’ কোটা বাতিল

রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০২:৩০ পিএম

রাবিতে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার ‘নাতি-নাতনি’ কোটা বাতিল

ফাইল ছবি

নানা বিতর্ক ও সমালোচনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনী কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে এই কোটা থাকছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পোষ্য কোটা ১% কমিয়ে ৩% রাখা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড় কোটার ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকবে।

এ বিষয়ে উপ-উপাচার্য বলেন, আমরা একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে এবারের ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি। কেননা রাবিসহ ৫ বিভাগীয় কেন্দ্রে হবে এবারের ভর্তি পরীক্ষা। পোষ্য কোটা ৩ শতাংশ ও মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটাসহ বাকীসব পূর্বের নিয়মে বহাল থাকবে।

তিনি আরো বলেন, সার্বিক দিক বিবেচনা করে প্রতিদিন এক শিফটে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। ১২ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি ফি ও ইউনিট অপরিবর্তিত থাকবে এবং দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে।

এদিকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল শুরু হবে। আগামী বছরের ৫-১৬ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন চলবে। এবারের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে ১ লাখ ৮ হাজার ৫০০ জন শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবেন।

জানা গেছে, ২০২৪-২৫ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ ঢাকা, রংপুর, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলে এ, বি ও সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল ‘বি’ ইউনিট (ব্যবসা), ১৯ এপ্রিল ‘এ’ ইউনিট (মানবিক) ও ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। প্রতিদিন এক শিফটে ভর্তি পরীক্ষা হবে।

এ বছরও প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা এবং চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ১১০০ টাকা এবং ‘এ‍‍` ইউনিট (মানবিক) ও ‍‍`সি‍‍` ইউনিটে ১৩২০ টাকা। ১ ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নে ভর্তিচ্ছুদের মেধা মূল্যায়িত হবে।

এর আগে, মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা বাতিলের দাবি উঠলে এ সংক্রান্ত কোটা সংস্কার বিষয়ক কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ বছর ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩% (মোট কোটার) এবং মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

আরবি/ এইচএম

Link copied!