দেশের ইতিহাস-ঐতিহ্যের অনুসন্ধানে নবগঠিত ‘বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটির (ভার্স) আত্মপ্রকাশ ঘটেছে।
সোমবার (৫ মে) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
তিনি বলেন, নতুন প্রজন্মকে সঠিক তথ্য জানিয়ে ইতিহাস বিকৃতির অভ্যাসকে প্রতিরোধ করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সঠিক ইতিহাস চর্চায় গষেকরা কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইতিহাসবিদ অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ বলেন, প্রতিবন্ধকতা থাকলেও তা উপেক্ষা করে ইতিহাস চর্চায় একনিষ্ঠ থাকতে হবে। এ ক্ষেত্রে আমাদের জনগণের মানবিক ও মানসিক উন্নয়নকে গুরুত্ব দিতে হবে।
অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাবির উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. আবদুর রব এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
আপনার মতামত লিখুন :