মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ৩১ জুলাইয়ের মধ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।
মাউশির পক্ষ থেকে বলা হয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট নেই বা থাকলেও তা হালনাগাদ করা হয় না।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্কের আওতায় সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ওয়েবসাইট তৈরি বা হালনাগাদ করতে হবে, যাতে তথ্যসমূহ নিয়মিত পরিবেশিত হয় এবং সরকারি অর্থ ব্যয় হ্রাস পায়।
ওয়েবসাইটে অন্তর্ভুক্ত থাকতে হবে নিম্নলিখিত ১১ তথ্য
১. প্রতিষ্ঠানের পরিচিতি
২. প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি
৩. শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থী তথ্য
৪. শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য
৫. পাঠদান সংক্রান্ত তথ্য (শিক্ষকদের নামসহ পূর্ণাঙ্গ রুটিন, পাঠ্যসূচি, নোটিশ ইত্যাদি)
৬. এমপিও (মুখ্য শিক্ষক পদের অফিসার) সম্পর্কিত তথ্য
৭. প্রতিষ্ঠানের যোগাযোগের ঠিকানা, ফোন ও মোবাইল নম্বর
৮. তথ্যসেবা কেন্দ্রের ঠিকানা ও মোবাইল নম্বর
৯. অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানা ও মোবাইল নম্বর
১০. প্রতিষ্ঠানের প্রধানসহ সকল শিক্ষক-কর্মচারীর তথ্য
১১. ব্যবস্থাপনা কমিটির তথ্য
৩১ জুলাই ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট অফিস, জেলা, উপজেলা বা থানা পর্যায়ের অফিস এবং স্কুল, কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট তৈরি বা হালনাগাদ সম্পন্ন করে সেই ওয়েব ঠিকানা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর DSHE বা EMIS-এর IMS মডিউলে জমা দিতে হবে।